৫১.ধবল গিরি পর্বত কোন দেশে অবস্থিত
।
উ : নেপাল ।
৫২.HZ কোন দেশের বেসামবরিক বিমানের প্রতীক
?
উ :সৌদি আরব ।
৫৩. বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি
চাল কল আছে ?
উ : নওগা
৫৪. চৈতন্য দেবের জীবন ভিত্তিক কাহিনী
কাব্য কে রচনা করেন ?
উ :বৃন্দাবন দাস
৫৫.ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন
?
উ :উজানীনগর
৫৬.নদেরচাঁদ কোন গীতিকার নায়ক
?
উ:মহুয়া
৫৭.পনির এর সন্ধি বিচ্ছেদ কোনটি
?
উ : পনি +এর
৫৮.সূর্য থেকে পৃথিবিতে আলো আসতে কত সময়
লাগে ?
উ :৮ মিনিট ১৯ সেকেন্ড
৫৯.বাংলা দেশে ভূমি রেজিস্ট্রেসন নতুন
আইন কখন কার্যকর হয় ?
উ :১৮ অক্টোবর ২০০৭
৬০.কমন ওয়েলথ এর প্রধান কে ?
উ :ইংল্যান্ডের রানী
৬১ . মৃগয়া শব্দের অর্থ কি ?
উ:হরিন শিকার অথবা বন্য পশু পাখি শিকার
৬২.বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটকের
নাম কি?
উ :কৃষ্ণ কুমারী
৬৩.দাখিলা শব্দের অর্থ কি ?
উ: খাজনার রশিদ
৬৪.প্রহসন বলতে কি বোঝায় ?
উ: সমাজের ত্রুটি নির্দেশক ব্যাঙ্গাত্নক নাটক
৬৫.Nota Beneশব্দের অর্থ কি ?
উ: take special notice that (বিশেষ দ্রষ্টব্য)
৬৬ .পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি
?
উ:গ্রীন ল্যান্ড
৬৭.বক্সিং খেলার উদ্ভাবক কে ?
উ: থিসিয়াস
৬৮. হয়ত হবে এক কথায় প্রকাশ কি
?
উ:সম্ভাব্য
৬৯.কাঁটা তারে প্রজাপতি উপন্যাসের লেখক
কে ?
উ : সেলিনা হোসেন
৭০.অক্টোপাস উপন্যাস কার রচনা
?
উ: শামশুর রাহমান
৭১.জলাঙ্গী মুক্তি যুদ্ধ বিষয়ক উপন্যাসটি
কার রচনা ?
উ:শওকত ওসমানের
৭২.মাইকেল মধুসুধনের বীরাঙ্গনা কাব্যটি
কি ধরনের রচনা ?
উ:পত্র কাব্য
৭৩.রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প
কোনটি ?
উ:ক্ষুদিত পাষান
৭৪.বার মাস্যা কাকে বলে ?
উ :নায়িকার বার মাসের সুখ দুখের বর্ননাকে
।
৭৫.চাদসওদাগর কোন মঙ্গল কাব্যের নায়ক
?
উ :মনসামঙ্গল
৭৫.একটি বদ্ধ ঘরে চালুফ্রিজর দরজা খোলা
রাখলে ঘরের তাপমাত্রা কি হবে?
উ: তাপমাত্রা বৃদ্ধি পাবে
৭৬.ডায়াস্টোল বলতে কি বোঝায় ?
উ:হৃদপিন্ডের প্রসারন
৭৭.ব্রাত্য শব্দের সমার্থক শব্দকোনটি?
উ:পতিত
৭৮.কোন কোন পাখি উড়তে পারেনা
?
উ:কিউই ,পেঙ্গুইন
,উট পাখি
৭৯.সবচেয়ে ভারী তরল পদার্থ কোনটি
?
উ:পারদ
৮০.ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল
গুলো কোন অঞ্চলে অবস্থিত ?
উ:ভারতের পশ্চিম বঙ্গের কুচবিহার জেলায়
৮১.বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন হয়
কত সালে ?
উ:১৯৫৭ সালে
৮২.পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস কোনটি ?
উ:হাইড্রোজেন সালফইড
৮৩.তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটি কার লেখা ?
উ: আলাউদ্দিন আল
আজাদ
৮৪.অলংকার এর সন্ধি বিচেছদ ?
উ: অলম +কার
৮৫.সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত ?
উ: চাপাই নবাব গঞ্জ জেলায় এটি সুলতানী আমলের স্থাপত্য
।
৮৬.মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থটি কে লিখেছেন ।
উ:আহসান হাবীব
৮৭.বাংলার মাটি বাংলার জল সনেট টি
কার রচনা ?
উ :রবীন্দ্র নাথ
ঠাকুর
৮৮.রৈবতক ,কুরুক্ষেত্র ,প্রভাস
এই মহাকাব্য গুলো কার রচনা ?
উ :নবীন চন্দ্র সেন
৮৯.আমি ভাল আছি ,তুমি?যে
দেশে সবাই অন্ধ ,জন্মই আমার আজন্ম পাপ , এগুলো কার লেখা ?
উ:দাউদ হায়দার
৯০.কোলেস্টেরল কি ?
উ : এক ধরনের অসম্পৃক্ত
এলকোহল ।
৯১.বাংলাদেশও মিয়ানমারের মধ্যে প্রবাহিত নদীর নাম কি ?
উ :নাফ
৯২.বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে ?
উ :১৯৯৭ সালে
৯৩. গ্রামীন ব্যাংকের ধারনা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু হয়
?
উ :মালয়েশিয়ায়
৯৪.কমনওয়েলথ এর কোন রাষ্ট্র ব্রিটিশ শাসনের অধীনে ছিল না ?
উ: মোজাম্বিক
৯৫.পাবলো পিকাসো কোন দেশের চিত্রকর ?
উ:স্পেন
৯৬.মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের চিত্রকর ?
উ:ইতালী
৯৭.ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত ?
উ:লন্ডন
৯৮.ক্যাম্পডেভিট চুক্তি কত সালে সাক্ষরিত হয় ?
উ :১৯৭৮ সালে
৯৯.চলনবিল কোন জেলায় অবস্থিত এর মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?
উ :সিরাজগন্জ ও নাটোর
জেলায় এর মধ্য দিয়ে
আত্রাই নদী প্রবাহিত
১০০.রুপজালাল গ্রন্থটি কার লেখা ?
উ:নবাব ফয়জুন্নেসা
চৌধুরী
Comments
Post a Comment