ব্যাংকের ভেতরের কথা বাইরে বললেই শাস্তি.

 



ভেতরের কথা বাইরে না বলতে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে গ্রামীণ ব্যাংক। ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে আলোচিত নোবেলজয়ী এই ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্প্রতি চিঠি দিয়ে মাঠপর্যায় থেকে সর্বস্তরে সতর্ক করে দিয়েছে। এতে বলা স্ট্যাটাস দিচ্ছেন বলে গ্রামীণ ব্যাংক হয়েছে, গ্রামীন কাংকের ভেতরের করিতেই। দৃষ্টিগোচর তথ্য যেন কোনোভাবেই বাইরের মানুষ জানতে না পারেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। চিঠি থেকে বিস্তারিত জানা গেছে।


নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে অনেক দিন থেকেই আলোচনায় গ্রামীণ ব্যাংক। সম্প্রতি গ্রামীণ ব্যাংকের পর্ষদের পক্ষ থেকে গ্রামীণ টেলিকম ভবন দখলের পর গ্রামীণ ব্যাংক আবারও আলোচনায়। এ থেকে নানা রকম কথা বাজারে প্রচার হচ্ছে। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা- কর্মচারীরাও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন,



এমন প্রেক্ষাপটে ব্যাংক কর্তৃপক্ষ সোচ্চার হয়ে ২ এপ্রিল ব্যাংকটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশে একটি চিঠি লিখেছে। এমডি নূর মোহাম্মদের সই করা চিঠিতে বলা হয়, লক্ষ করা যাচ্ছে, গ্রামীণ ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়-এমন অনেক তথ্য প্রচারে জড়িত রয়েছেন ব্যাংকটির কেউ কেউ। এভাবে কর্তৃপক্ষর অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গ্রামীণ ব্যাংককে জড়িয়ে অনেক তথ্য প্রচার করা হচ্ছে, যা গ্রামীণ ব্যাংকের চাকরি বিধিমালা ১৯৯৩-এর পরিপন্থী এবং তা কঠোর শাস্তিযোগ্য অপরাধ।

সূত্র:আজকের পত্রিকা ৯ এপ্রিল ২০২৪

Post a Comment

0 Comments