বি সি এস সহ যে কোন সরকারী বেসরকারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য 1.পারমানবিক চুল্লিতে কোন মৌল জ্বালানী হিসাবে ব্যবহার করা হয় ?
উ:ইউরেনিয়াম -235
2.চর্জাপদ কি?
উ:বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন ,বাংলা গানের সংকলন ,যা বৌদ্ধ সহজিয়া গন রচনা করেন ।
3.চর্জাপদ কোথা থেকে আবিষ্কৃত হয় ?
উ:নেপালের রাজ গ্রন্থশালা থেকে
4.মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি ?
উ:ভারত চন্দ্র রায়গুনকার
5.মধ্যযুগে রচিত বাংলাভাষার প্রথম সার্থক কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণকীর্তন কোথাথেকে আবিষ্কৃত হয় ?
উ:পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের ব্রাহ্মন দেবেন্দ্র নাথ মুখোপাধ্যায় এর গোয়াল ঘর থেকে ।
6.লোকসাহিত্য কাকে বলে ?
উ:লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদি
6.বাংলা সাহিত্যে গদ্যের সুচনা হয় কোন শতকে ?
উ:উনিশ শতকে
7.বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রকোনটি ?
উ:বাংলাভাষার প্রথম সাময়িক পত্র দিকদর্শন ,প্রকাশ কাল ১৮১৮
8.বুড়ো শালিকের ঘাড়ে রোঁ” প্রহসনটি কার লেখা ?
উ : মাইকেল মধুসূদন দত্তের
9.সধবার একাদশী “ বিয়ে পাগলা বুড়ো“ প্রহসন দুটি কার রচনা ?
উ :দীনবন্ধু মিত্র
10.কালি কলম পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উ:প্রেমেন্দ্র মিত্র ১৯২৬ সাল
11.কবিতার কথা কি জাতীয় গ্রন্থ
উ; প্রবন্ধ গ্রন্থ ,এর রচয়িতা কবি জীবনানন্দ দাস
12.শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরষ্কার লাভ করেন
উ; ক্রীত দাসের হাসি
13.উপরোধ শব্দের অর্থ কি ?
উ;অনুরোধ
14.কোন গোষ্ঠী থেকে বাঙ্গালী জাতির প্রধান অংশ গড়ে উঠে ?
উ:অস্ট্রিক বা অনার্য গোষ্ঠী থেকে
15.ঐতিহাসিত ২১ দফা দাবির প্রথমটি কি ছিল ?
উ:বাংলা হবে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা
16.অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয় ?
উ: ১৬ ডিসেম্বর ১৯৭৯সালে ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ,স্থপতি সৈয়দ আবদুল্লাহ খালেদ
17.জাতীয় স্মৃতি শৌধের উচ্চতা কত ?
উ:৪৬.৫ মি.
18.বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ?
উ:৭ ই মার্চ ১৯৭৩
19. জাতীয় সংসদের প্রথম অধিবেশন হয় কত তারিখে ?
উ:
20.যুক্তরাষ্ট্র এর উচ্চ কক্ষ বা সিনেটে মোট আসন সংখ্যা কতটি ?
উ:১০০টি ,নিম্ম কক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ এর আসন সংখ্যা ৪৩৫টি
21.ফেয়ার ফ্যাক্স কি ?
উ: মার্কিন গোয়েন্দা সংস্থা
22.দক্ষিন আফ্রিকা কত বছর শেতাঙ্গ শাসনের অধিনে ছিল ?
উ:৩৪২ বছর ,১৯৯২ সালে বর্নবাদ নীতিকে সরকারি ভাবে বিলোপ করা হয়
23. চীনের হোয়াংহো নদীর উত্পত্তি স্থল কোথায় ?
উ:কুয়েনলুন পর্বত
24.মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিভক্ত কারী সীমারেখা কোনটি ?
উ :সনোরা লাইন
25.ইউরোপের ককপিট বলা হয় কোন রাষ্ট্রকে?
উ:বেলজিয়াম
26.ফ্রিজের কম্প্রেসরের প্রধান কাজ কি ?
উ:ফ্রেয়নকে ঘনীভুত করা
27.টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহার করা হয় ?
উ:স্থায়ী চুম্বক
28.কোন শব্দ শোনার পর এর রেশ কত সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্ক এ থাকে ?
উ:০.১ সেকেন্ড
29.পারমানবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোনটি ব্যবহার করা হয় ?
উ:সোডিয়াম
30.চা পাতায় কোন ভিটামিন থাকে ?
উ: ভিটামিন বি কমপ্লেক্স
31.উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে ?
উ:নাইট্রোজেন , পাতা হলদে হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ক্লোরোসিস
32.উদ্ভিদের পাতা বেগুনী বর্ন ধারন করে কোনটির অভাবে ?
উ:ফসফরাসের অভাবে
33.মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ কত ?
উ:১৮ ইঞ্চি প্রায়
34.ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে এক বার ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে ?
উ:কসমিক ইয়ার
35.সূর্যের চারদিকে পৃথিবীর এক বার ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে ?
উ;সৌর বছর
36.আলো এক বছরে যে দুরত্ত্ব অতিক্রম করে তাকে কি বলে ?
উ:আলোকবর্ষ
37.দাম কোন ভাষার শব্দ ?
উ:গ্রীক
38.বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কোনটি ?
উ;বঙ্গভাষা ও সাহিত্য
39.বাংলাদেশ ইক্ষু গবেষনা কেন্দ্র কোথায় ?
উ ; পাবনা জেলার ইশ্বরদীতে
40.সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গনজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমান অধীকারের কথা বলা আছে ?
উ :২৮(২)
41.স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কত জন ?
উ :৪২৬ জন ,বীরউত্তম ৬৮ জন ,বীর বিক্রম ১৭৫ জন ,বীরশ্রেষ্ঠ ৭ জন
42.রাজারবাগ পুলিশ লাইনের দুর্জয় ভাস্কর্যটির শিল্পী কে ?
উ:মৃনাল হক
43.রাজেন্দ্র পুর সেনানিবাস অবস্থিত মুক্তি যুদ্ধের স্মৃতি স্তম্ভের নাম কি ?
উ:রক্ত সোপান
44.বাংলাদেশের প্রথম টেস্ট টিউব শিশুর মা হন কে ?
উ :ফিরোজা বেগম
45.সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত ?
উ :৮ বর্গকিলোমিটার
46.প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন ?
উ:উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
47.স্ক্যান্ডিনেভিয়ান দেশ গুলোর নাম কি?
উ:ইউরোপ মহাদেশের উত্তরাঞ্চলের ৫ টি দেশ ,আইসল্যান্ড ,ফিনল্যান্ড ,সুইডেন ,নরওয়ে ,ডেনমার্ক
48.মুসলমান প্রধান না হয়েও কোন দেশ টি ও আ সি এর সদস্য ?
উ:উগান্ডা
49.মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন ?
উ:৩২ তম প্রেসিডেন্ট ,ফ্রাংলিন ডি রুজভেল্ট ,
50.ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য কত জন ?
উ:৫৪৩ জন
51.কোন দেশের নারিরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে ন ?
উ ;নিউজিল্যান্ড
52.কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতি সংঘের নতুন সদস্য গ্রহন করা হয় ?
উ ; নিরাপত্তা পরিষদের
53.কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান ?
উ:মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত শান্তিতে নোবেল পান ১৯৭৮সালে
54.অক্সফাম এর সদর দপ্তর কোথায় ?
উ:লন্ডন
55.amnesty international কত সালে শান্তিতে নোবেল পুরুষ্কার পেয়ে ছিল ?
উ :১৯৭৭ সালে এর প্রতিষ্ঠাতা ব্রিটিশ আইনজ্ঞ পিটার বেনেনসন
56.বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে ?
উ ;১৯৭৪সালের ২৩ ই ফেব্রুয়ারী
57.BALLAD শব্দের অর্থ কি ?
উ:গীতিকা
58.ড. মুহাম্মদ শহীদুল্লাহ এর সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি ?
উ;বাংলা সাহিত্যের কথা
59.নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়টি তুলে ধরেছেন ?
উ:উনপঞ্চাশের মনন্তর
60.ভারত চন্দ্র রায় গুনকার কোন রাজ সভার কবি ?
উ:কৃষ্ণনগর রাজসভার কবি
61.মহুয়া পালাটির রচয়িতা কে ?
উ:দ্বিজ কানাই
62.উদাসীন পথিকের মনের কথা কার রচনা ?
উ;মীর মোশাররফ হোসেন
63.তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে তাপস মালা কে রচনা করেন ?
উ:গিরিশ চন্দ্র সেন
64.দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত ?
উ :সাম্যবাদী কাব্য গ্রন্থ
65.কাজী নজরুল ইসলাম কোন কবি তার জন্য কারাবরন করেন ?
উ;আনন্দ ময়ীর আগমনে
66.মহাখালী ফ্লাই ওভার এর মোট স্প্যান সংখ্যা কত ?
উ:১৯ টি
67.খিলগাঁও ফ্লাইওভারের মোট স্প্যান সংখ্যা কত ?
উ:৪৫ টি দৈর্ঘ ১.৯ কি মি
68.সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিক বাংলাদেশী বলে পরিচিত হবেন ?
উ:৬ (২ )
69.মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় চালু হয় কত সালে ?
উ :২০০১ সালে
70.ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কতটি ?
উ;৩০ টি
71.বাংলাদেশ কোন সনে বিশ্ব বানিজ্য সংস্থার সদস্য হয় ?
উ:১৯৯৫সাল
72.বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি ?
উ;তিস্তা সেচ প্রকল্প
73.বেসরকারি বিল কাকে বলে?
উ;সংসদ সদস্যদের উথ্থাপিত বিল
74.সরকারি বিল কাকে বলে ?
উ:মন্ত্রিপরিষদ সদস্যদের উত্থাপিত বিলকে সরকারি বিল বলে
75.গ্রীন পীস কোনদেশের পরিবেশ বাদি গ্রুপ?
উ:হল্যান্ড বা নেদারল্যান্ড
76.গারুদা কোন দেশের বিমান সংস্থা?
উ:ইন্দোনেশিয়া
77.গ্রীসের বিমান সংস্থার নাম কি ?
উ:অলিম্পিক এয়ার ওয়েজ
78.জার্মানির বিমান সংস্থার নাম কি?
উ:লুফথানসা
79.কে এল এ কোন দেশের বিমান সংস্থার নাম কি ?
উ:নেদারল্যান্ড
80.যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কতটি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন ?
উ:২৭০ টি
81.ফিলিস্তিনিদের মাতৃভুমিতে কখন ইসরাইল রাষ্ট্র গঠিত হয় ?
উ:১৪ মে ১৯৪৮ সাল
82.আবু সায়াফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তত্পর ?
উ:ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশ
83.মাদার তেরেসার জন্ম কোন দেশে ?
উ:মেসিডোনিয়ায়
84.যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট টানা বার বছর ক্ষমতায় ছিলেন ?
উ:ফ্রাংলিন ডি রুজভেল্ট
85.যুক্তরাষ্ট্রের কোন স্টেট এর ইলেক্টোরাল ভোট বেশি ?
উ:ক্যালিফোর্নিয়া
86.শেনজেন চুক্তি কি ধরনের চুক্তি ?
উ:অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
87.জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধ পুর্ন দ্বীপের নাম কি ?
উ:কুড়িল দ্বীপপুঞ্জ
88.সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত?
উ;১০ নিউটন
89.বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন ?
উ:দীনেশ চন্দ্র সেন
90.মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের নায়িকা ?
উ: সমাপ্তি
91.উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে ?
উ :রশীদকরিম
92.কার্টাগোনা প্রটোকল কি ?
উ:জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
93.কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ?
উ:৪ ডিগ্রি সেলসিয়াস
94.জসিম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ?
উ:রাখালী
95.রাইফেল রেটি আওরাত উপন্যাসটির রচয়িতা কে ?
উ: আনোয়ার পাশা
96.স্বাধীনতার প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল ?
উ:শহীদ মীনারের ছবি
97.মহিলাপুলিশ প্রথম নিয়োগ হয় কত সালে ?
উ:১৯৭৪ সালে
98.বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের কবর কোন জেলায় ?
উ:চাঁপাই নবাব গঞ্জ জেলায়
99.হালদা ভ্যালি কোন জেলায় অবস্থিত ?
উ:খাগড়াছড়ি জেলায়
100.আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট সাক্ষরিত হয় কত সালে ?
উ:১৯২৮ সালের ২৭ আগস্ট
Comments
Post a Comment