বেইলি রোডের ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছেন আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা মেহরান কবির দোলা এবং তার ছোট বোন মাইশা কবির মাহি।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের বহুতল ভবনে আগুনে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দোলার মৃত্যুর খবর নিশ্চিত করে তার পরিচিতদের একজন হাসান বাপ্পি সময় সংবাদকে বলেন, যতদূর জানি বোনকে নিয়ে ভবনটির কোনো একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন দোলা আপু। সেখানে আগুন লাগলে আটকা পড়ে বোনসহ মারা গিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দোলা প্রসঙ্গে বাপ্পি আরও বলেন, 'খুব হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন আপু। এত ভালো মনের মিশুক মানুষ খুব কম দেখেছি। তার স্বামী বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গের সামনে আছেন। এতদ্রুত আর এভাবে আপু চলে যাবেন এটা কোনোদিন কল্পনাও করিনি।'
দোলার মৃত্যু প্রসঙ্গে বাপ্পি বলেন, 'আজকে দোলা আপু চাকরির তিন বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে ওই ভবনের রেস্টুরেন্টে গিয়েছিলেন বলে শুনেছি। উদ্যাপন যে নিমেষেই বেদনায় নিল হবে কে জানত।'
খোঁজ নিয়ে জানা গেছে, দোলা স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ডেফোডিল ইন্টারন্যাশনাল থেকে কম্পিউটার প্রকৌশল বিভাগে স্নাতকোত্তর শেষে ব্যাংকের চাকরিতে যোগ দিয়েছিলেন। দোলার বোন মাহি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দোলাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। রাজধানীর এজিবি কলোনিতে থাকতেন তারা।
Comments
Post a Comment