Skip to main content

BCS AND ALL JOB

কিছু এক কথায় প্রকাশ *যে কোন কিছু শুনেই মনে রাখতে পারে –শ্রুতি ধর *অন্ন ভান করে যে প্রান ধারন করে –অন্নগত প্রান *অশ্ব,রথ,হস্তি্ ও পদাতিক সৈন্যের সমাহার –চতুরঙ্গ *অগ্রপশ্চাত্ বিবেচনা না করে কাজ করে যে –অবিমৃষ্যকারী *অপত্য থেকে বিষেশ না করে –অপত্যনির্বিশেষে *অভ্রকে লেহন করে যে –অভ্রংলেহী *এক বার হতে অন্য বারে –বারান্তর *অগ্রসর হয়ে অভ্যর্থন-প্রত্যুদগমন *আগে কখনো শোনা যায় নি যা –অশ্রুতপূর্ব *আপনাকে কৃতার্থ মনে করেন যিনি –কৃতার্থস্মন্য *আট প্রহরেই যা পারা যায় –আট পৌরে *আকাশ ও পৃথিবী- ক্রন্দসী *আহরের দ্বারা ক্ষুধা উপশম-ক্ষুণ্নিবৃত্তি *আপন কতৃত্ব যেখানে সচল - আত্নকতৃত্ব *ইহলোক যা সাধারন বা সামান্য নয় –অলোকসামান্য *উপরে লেপ দেওয়া হয়েছে এমন –উপলিপ্ত *উপর দিকে মুখ করে আছে এমন –উত্তরাস্য *উপচে পড়ছে এমন –উপচীয়মান *একই সময়ে বা একই সাথে –যুগপত্ *ঔষধের আনুষঙ্গিক উপাদান –অনুপান *কংসের শত্রু যিনি –কংসারি *কামনা দুর হয়েছে যার –বীতকাম *কথার দ্বারা যা বর্ননা করা যায়না –অনির্বচনীয় *খাওয়ার অত্যন্ত আসক্তি যার –পেটুক * কহিবার যোগ্য -কহিতব্য * গতিশীল উর্মি-চলোর্মি *গ্রীবা সুন্দর যার –সুগ্রীব *গত হয়েছে আয়ু যার –গতায়ু *গরুর ক্ষুরের দ্বারা চিহ্নিত স্থান –গোষাদ *গঙ্গার অপত্য –গাঙ্গেয় *ঘর নির্মান ও মেরামতের কাজ করেন যিনি-ঘরামি *ঘাস কেটে যে বিক্রয় করে –ঘাসি *যে বার বার ঘা খেয়েছে –ঘাগু *ঘাট পারাপারের তত্তাবধান করে যে –ঘাটোয়াল *ঘোড়া থাকার স্হান –আস্তাবল *ঘোর অন্ধকার রাত্রি –তমসা *চারজন বন্ধুর সম্মিলনজাত –চার ইয়ারী *ছুইলেই কাঁদে যে –ছিঁচকাঁদুনে *জগত্জুড়ে ব্যপ্ত আছেন যিনি –জগন্ময় *জায়া যুবতি যার –যুবজানি *জনরব শুনে আহুত হয় যে –রবাহুত *জেগে রয়েছে এমন –জাগরুক *জাহাজের খালাসী –লস্কর *জানা যায় না যা –অজ্ঞেয় *ঝুলে পড়ছে এমন –প্রলম্বিত *ঢালাইয়ের কাজ করে যে –ঢালাইকর *তৃতীয়বার বিবাহ করেছে যে বর –তেজবর *তৃকালের ঘটনা জানেন যিনি – ত্রিকালদর্শী *তিল তিল করে সমস্ত সৌন্দর্য থেকে সৃষ্ট যে সুন্দরী –তিলোত্তমা *তত্ব জানে এমন লোক –তত্ত্বজ *তন্তু বয়ন করে যে –তন্তু বায় *থেমে থেমে চলার যে ভঙ্গি- ঠমক *দান করার্ ইচ্ছা –দিত্সা *দুই বার জন্মে যে –দ্বিজ *দশটি অশ্ব বাহিত রথে আরোহন করেন যিনি –দশাশ্ব *দাড়ি জন্মায় নি যার –অজাতশ্মশ্রু *ধারন করে আছে এমন –ধারায়িষ্ণু *ধুম্র উদগীরন করে যা –ধুমায়মান *ধনুকের শব্দ – টঙ্কার *নিজেকে যে সৃষ্টি করেছে –স্বয়ম্ভু *নিজেকে বড় মনে করে যে -হামবড়া *নিন্দা করার ইচ্ছা –জুগুপ্সা *নুপুরের ধ্বনি –নিক্বন *পূর্বকাল সম্বন্ধীয় –প্রাক্তন *পঙক্তিভুক্ত হয়ে বসার অযোগ্য –আপাঙক্তেয় *পাঠ করতে আগ্রহী যে – পাঠার্থী *শিকড় দিয়ে পান করে যে –পাদপ *পান্থজনের বিশ্রামের নিমিত্তে যে আবাস –পান্থশালা *পুর্ব জন্মের কথা স্মরন আছে যার –জাতিস্মর *জাহাজের জন্য নিরাপদ আশ্রয় স্থান –পোতাশ্রয় *পূর্বে পরের বাগদত্তা ছিল এমন –পরপূর্বা *পূবে যার কোন স্বাদ নেওয়া হয়নি –অনাস্বাদিত *পরকে পালন করে যে –পরভৃত্ *ফুলের মত অগ্নিকনা –স্ফুলিঙ্গ *ফুসলানোর জন্য কানে দেয়া হয় যে মন্ত্র –ফুসমন্ত্র *বরন করা হয়েছে এমন –ব্রত *ব্যকরনে পন্ডিত যিনি –বৈয়াকরন *বিশ্বাস করা হয়েছে এমন –বিশ্বসিত *ব্যাপি থাকিবার ইচ্ছা –বিপ্সা *বলতে ইচ্ছা করা হয়েছে এমন –বিববক্ষিত *বলতে ইচ্ছুক –বিবক্ষু *বক্তৃতা দানে পটু যিনি –বাগ্মী *বুকে হেটে গমন করে যে –উরগ *বেচে থাকতে ইচ্ছুক –জিজীবিষ্ণু *বাস্তু হতে উত্খাত্ হয়েছে যারা –উদ্বাস্তু *ভিতর থেকে গোপনে ক্ষতি সাধন –অর্ন্তঘাত *ভবিষ্যতে ঘটবে এমন –ভবিতব্য *ভাগিনীর পুত্র-ভাগিনেয় *মুক্ষিকাও প্রবেশ করতে পারে না যেখানে –নির্মক্ষিক *মৃত দেহ রাখা হয় হাসপাতালের যে কক্ষে –মর্গ্ *মৃত সন্তান প্রসব করে যে রমনী –মৃতবত্সা *মৃতকে পূনর্জিবীত করে যা –মৃত সঞ্জীবনী *মৃত্তিকা দ্বারা নির্মিত –মৃন্ময় *মিথ্যা প্রবোধ –স্তোক *মুক্তি পেতে ইচ্ছুক –মুসুক্ষ *যে নারীর সম্প্রতী বিবাহ হয়েছে –নবোঢ়া *যে নারী র এক টি মাত্র সন্তান জন্মেছে –কাক বন্ধা *যে নারীর সন্তান হয়ে মারা যায় –মৃতবত্সা *যে নারীর স্বামী বিদেশে থাকে –প্রোষিতভতৃকা *যে নারীর এখনো বিবাহ হয়নি –অনূঢ়া *যা নিন্দার যোগ্য –নিন্দার্হ্ *যা বপন করা হয়েছে –উপ্ত *যা বলাহবে -বক্ষ্যমান *যার বহু দেখা বা জানা শোনা আছে –বহু দর্শী *যে রমনীর স্বামী পুত্র নেই –অবীরা *যে পুরুষ বিবাহ করেছে –কৃতদার *যে অনবরত রোদন করে –রোরুদ্যমান *যার সর্বস্ব চুরি হয়েছে –হৃতসর্বস্ব *যার বসন গিরি মাটির রঙে রঞ্জিত –গৈরিক বসনা *যার জন্ম শুভক্ষনে –ক্ষনজন্মা *যা শোনা মাত্র মুখস্ত হয়ে যায় –শ্রুতিধর *যার কোন কিছুতেই তুলনা হয়না –অচিন্তপূর্ব *যার কথা পূর্বে ভাবাযায়নি –অভাবিপূর্ব *যা লোকে প্রায় ভুলে গিয়েছে –বিস্মৃতপ্রায় *যা উচ্ছারন করতে কষ্ট হয় –দুরুর্চার্য *যা সহজে উর্ত্তীর্ন হওয়া যায় না –দুস্তর *রস আস্বাদন করা হয় যার দ্বারা –রসনা *রব শুনে আসে যে –রবাহুত *লেহেন করা হয়ে ছে এমন –আলীঢ় *শোক করা হয়েছে এমন –শোচিত *শকুন্ত পাখির দ্বারা পালিত কন্যা –শকুন্তলা *শাল গাছের ন্যায় দীর্ঘকায় –শাল প্রাংশু *শরত্ কালের অতিশয় সুন্দর ও উজ্জ্বল চাঁদ –পরদিন্দু *শত্রুতে পীড়া দেয় যে –অরিন্দম *শত্রুকে বধকরে যে –শত্রুঘ্ন *স্ত্রীর বশীভুত –স্ত্রৈন *সরোবরে জন্মায় যা –সরোজ *যা সহজে পরিপাক হতে চায় না –দুষ্পরিপাচ্য *সমভাবে সকলকে দর্শন করেন যিনি –সমদর্শী *সম্যক ভাবে বহন করতে পারে এমন –সংবাহক *সমুদ্র হতে হিমাচল পর্যন্ত –আসমুদ্রহিমাচল *হিত ইচছা করে যা –হিতৈষী *-হনন করার ইচছা –জিঘাংসা *হরিনের চামড়া –অজিন *অশ্বের ধ্বনি –হ্রেসা *নুপুরের ধ্বণি-নিক্কন *সিংহের ধ্বণি নাদ *কর্কশ ধ্বণি –ক্রেকার *গম্ভীর ধ্বনি –মন্দ্র *অলঙ্কারের ধ্বনি –শঞ্জন *বিহঙ্গের ধ্বনি- কাকলী *বমনের ইচ্ছা –বিবমিষা *গম্ভীর ধ্বনি –মন্দ্র *অলঙ্কারের শব্দ –শঞ্জন *হাতির চিত্কার –বৃংহতি *সূর্যাদির এক রাশিথেকে অন্য রাশিতে গমন –সংক্রান্তি *টিপ টিপ করে যার অন্তর –টিপ টিপে *ঝম ঝম শব্দে বাজে –ঝাঁঝর *তন্তু বয়ন করে যে –তন্তুবায় **এক হতে আরম্ভ করে =একাদিক্রমে

Comments

Popular posts from this blog

ডাচ বাংলা ব্যাংকের ৩৯ গ্রাহকের দেড় কোটি টাকা উধাও!

প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে অবৈধ প্রক্রিয়ায় ৩৯ জন গ্রাহকের মোট এক কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ডাচ বাংলা ব্যাংকের এজেন্টসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুদকের রংপুর জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মামলার আসামিরা হলেন- মেসার্স শিরিন ট্রেডার্সের মালিক ও ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট মোছা. জোবেদা বেগম, তার স্বামী মো. আবুল কালাম আজাদ, তার মেয়ের জামাই এ.বি.এম আতাউর রহমান, এজেন্ট ব্যাংকের কর্মচারী মো. শাহজাহান ও জাহাঙ্গীর আলম।   এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন অপকৌশল ও অসৎ উদ্দেশ্যে ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আড়ালে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে অবৈধ প্রক্রিয়ায় ৩৯ জন গ্রাহকের মোট এক কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। মোছা. জোবেদা বেগম ও তার স্বামী ২০১৮ সালের অক্টোবরে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট হিসেবে কার্যক্রম শুরু করে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে এফডিআর খুলে...

সোনালী ব্যাংককে এক কোটি রুপি জরিমানা করল ভারতের কেন্দ্রীয় ব্যাংক।

  লেনদেনের বিধি ও নির্দেশনা লঙ্ঘন করায় বাংলাদেশের সোনালী ব্যাংককে ৯৬ লাখ ৪০ হাজার রুপি জরিমানা করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। মুম্বাইভিত্তিক সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়াকেও একই অভিযোগে ১ কোটি ৫০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। মুম্বাইয়ের ব্যাংকটির বিরুদ্ধে ঋণসংক্রান্ত নির্দেশনা মেনে চলতে ব্যর্থ হওয়া, অগ্রিম লেনদেনে ত্রুটি এবং গ্রাহক সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। আর সোনালী ব্যাংককের বিরুদ্ধে অসংগতিপূর্ণ লেনদেনে সতর্কতা অবলম্বন করার ব্যর্থতার অভিযোগ রয়েছে। এ ছাড়া ব্যাংকটির বিরুদ্ধে সুইফট সম্পর্কিত কার্যক্রম নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগও তোলা হয়েছে।  ২০২২ সালের ৩১ মার্চ থেকে চলমান একটি পর্যবেক্ষণের ফল হিসেবে এই জরিমানা করেছে আরবিআই। পর্যবেক্ষণে বেশ কিছু অসংগতিপূর্ণ আচরণ ধরা পড়ে। এ কারণে ব্যাংক দুটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।  সরকারের ভর্তুকির বিপরীতে একটি প্রতিষ্ঠানকে ঋণের অনুমোদন দিয়েছিল মুম্বাইভিত্তিক সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া। এ ছাড়া অননুমোদিত ই–লেনদেনের সঙ্গেও যুক্ত ছিল ব্যাংকটি। ...

এস আলমের কাজের মেয়ের হিসাবে কোটি কোট টাকা?

  বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের কাজের মেয়েও কোটিপতি। শীর্ষ ব্যবসায়ী এস আলমের গৃহকর্মী মর্জিনা আক্তারের নামে ৫ কোটি টাকার সম্পত্তি ছাড়াও মিলেছে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ। পেশায় গৃহকর্মী হলেও মর্জিনার নামে দু’টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে আড়াই কোটি টাকা। এছাড়া মর্জিনার নামে কয়েকটি ব্যাংকে ২২টি এফডিআর’এ থাকা এক কোটি টাকা জমা রাখার সন্ধান পাওয়া গেছে। ইসলামী ব্যাংকে চাকরি দেখিয়ে নিজ নামে এ সম্পদ গড়েছে মর্জিনা আক্তার ও তার স্বামী সাদ্দাম হোসেন।  বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য। এতে দেখা যায়, চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রবর্তক মোড় শাখায় মর্জিনা আক্তারের নামে গত ২৭ আগস্ট পর্যন্ত এক কোটি ৮৪ লাখ ১৬ হাজার ৭২১ কোটি টাকার লেনদেন হয়েছে। বিভিন্ন সময়ে নগদ ও চেকের মাধ্যমে এসব অর্থ জমা হলেও কিছুদিনের মধ্যে সেই অর্থ উত্তোলন করা হয়। কোটি কোটি টাকার লেনদেন হলেও সর্বশেষ তথ্য অনুযায়ী মর্জিনা আক্তারের ব্যাংক হিসাবে এখন জমা আছে মাত্র ৬০৫ টাকা। অন্যদ...